গাজীপুরে কার্ভাডভ্যান চাপায় ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশের এক এসআই নিহত । 158 0
ছবি,ছাইফুর রহমান
মোছাদ্দিকুর রহমান মুছা:
গতকাল শনিবার বিকেলে সোয়া ৪টার দিকে ওই এলাকার গাজীপুর-ভুলতা সড়কের মোঘর খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটেএ ঘটনায় মটরসাইকেল চালক টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার বীরকতমতলী কাঠালিয়াবিড় এলাকার আব্দুল লতিফের ছেলে পুলিশ কন্সটেবল তৌহিদুর রহমান তুহিন (২২) আহত হয়।নিহত ছাইফুর রহমান (৪৬) ঠাকুরগাঁও জেলার সালন্দর থানার কচুবাড়ী কৃষ্টপুর এলাকার লুৎফুর রহমানের ছেলে।তারা দু’জনেই ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের ঢাকার সাভারে বেক্সিমকো পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।গাজীপুর ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ লাইনের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়,পুলিশ কর্মকর্তা ছাইফুর রহমান এবং কন্সটেবল তুহিন শনিবার দুপুরের পরে মোটর সাইকেল যোগে সরকারী কাজে গাজীপুরে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ লাইনে আসতে ছিলেন।পথিমধ্যে বিকেল সোয়া চারটার দিকে গাজীপুর মহানগরীর মোঘর খাল বাইপাস থেকে গাজীপুর-ভুলতা সড়কের মোঘর খাল এলাকায় পৌছলে পেছন থেকে একটি কার্ভাড ভ্যান তাদেরকে চাপা দেয়।এতে দুজনের রাস্তার উপর ছিটকে পড়ে।দুর্ঘটনাটি গাজীপুরে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ লাইন সংলগ্ন হওয়া ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসআই ছাইফুর রহমান মারা যায়।এ ঘটনায় ঘাতক (সিএম-ট ১১-৪৫১১) নম্বরের কাভার্ড ভ্যান চালক ও হেলপারসহ আটক করা হয়েছে।ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।